‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১’ উপলক্ষে নোয়াখালী অঞ্চলে নারীর প্রতি সহিংসতা নিরসন ও বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে একশানএইড বাংলাদেশ ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশান নেটওয়ার্ক- প্রান ৬ ডিসেম্বর ’২০ সোমবার সকাল ১০:৩০ ঘটিকায় পাংখার বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ‘নারীর প্রতি সহিংসতা বন্ধে উন্মুক্ত সংলাপ’ আয়োজন করছে।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন চর জব্বর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক। এছাড়াও সরকারি- বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা সংলাপে অংশ নিবেন।