পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশান নেটওয়ার্ক (প্রান), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ-র অর্থায়নে ও একশনএইড বাংলাদেশের সহায়তায় বাস্তবায়নাধীন ‘দুর্যোগকালীন লিঙ্গভিত্তিক সহিংসতায় মানবিক সাড়া’ প্রকল্পের আওতায় নিন্মলিখিত পদের জন্য উপযুক্ত প্রার্থী খুঁজছে:
পদের নাম : নারী স্বেচ্ছাসেবক (Female Volunteer)
কর্মক্ষেত্র : হাতিয়া উপজেলা, নোয়াখালী
পদ সংখ্যা : ১ জন (শুধু নারী প্রার্থীরাই আবেদন করতে পারবেন)
বেতন : মাসিক বেতন ১২,০০০/= টাকা
কাজের সংক্ষিপ্ত বিবরণ : নারী স্বেচ্ছাসেবক জিবিভিআইই, এসআরএইচআর এবং এমএইচপিএসএস ইস্যুতে কমিউনিটির নারীদের সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা প্রদান করবেন। আউটরিচ সেশনের মাধ্যমে তিনি জিবিভি প্রতিরোধে কমিউনিটির নারী এবং কিশোরীদের একত্রে কাজ করার জন্য উদ্যোগ গ্রহণে উৎসাহিত করবেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করবেন। জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধে কমিউনিটিতে প্রচার, সচেতনতা অধিবেশন পরিচালনা করা তার নিয়মিত কাজের অন্তর্ভুক্ত হবে। তাকে অবশ্যই সহানুভূতিশীল এবং একইসাথে এই পজিশনের জন্য একজন ভাল শ্রোতা হবেন। তাকে অবশ্যই একজন ভাল শ্রোতা এবং সহনশীল হতে হবে। কেস ওয়ার্কারের সহায়তায় মিডওয়াইফ যৌন এবং প্রজনন স্বাস্থ্য (এসআরএইচ) এবং জিবিভি মডেলকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করবেন।
মিডওয়াইফের প্রধান দায়িত্ব এবং কর্তব্য :
১. প্রকল্পের কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়ন করা;
২. নারী এবং কিশোরীদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখা এবং আউটরিচ সেশন পরিচালনা করা;
৩. কমিউনিটি জিবিভি প্রতিরোধ সম্পর্কে সচেতন করতে সচেতনতামূলক বিষয়গুলি প্রচার করা;
৪. কমিউনিটি থেকে পাওয়া জিবিভি তথ্য সহ কেস ওয়ার্কারকে সহায়তা করা (গাইডিং নীতিমালা অনুসারে;
৫. আউটরিচ সেশনের সাথে সম্পর্কিত সমস্ত তথ্য বা ডেটা তৈরি করা, আপডেট করা এবং সংরক্ষণ করা;
৬. আইএএসসি নির্দেশিকা মেনে প্রকল্পটি বাস্তবায়নে কাজ করা এবং এটি নিশ্চিত করা যে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের সময় ‘কোনও ক্ষতি করবেন না’(Do No Harm) এর নীতিগুলি পালন ও সমর্থন করা হয়;
৭. কর্মক্ষেত্রে অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখা
প্রার্থীর নূন্যতম যোগ্যতা :
ক. শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি অথবা স্নাতক ডিগ্রী থাকতে হবে;
খ. জিবিভি প্রতিরোধে এবং দূর্যোগে সাড়াদান এর সাথে কাজ করার নূন্যতম দুই বছরের অভিজ্ঞতা এবং, বিশেষ করে কমিউনিটির নারী এবং কিশোরীদের সচেতনতা বাড়াতে কমিউনিটির মানুষদের সাথে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে;
গ. জিবিভি সাড়াদান কার্যক্রমে বেসরকারী সংস্থাগুলির সাথে কাজ করার পাশাপাশি স্থানীয় সরকার / প্রশাসন / সেবা সংস্থাগুলির সাথে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে;
ঘ. ভাল যোগাযোগের দক্ষতা এবং প্রশিক্ষণ পরিচালনার ক্ষমতা থাকতে হবে
কাজের শর্তাবলী:
স্বেচ্ছাসেবকে সরাসরি কেস সমন্বয়কারীকে দৈনন্দিন ভিত্তিতে রিপোর্ট প্রদান করতে হবে। স্বেচ্ছাসেবককে অবশ্যই কর্মক্ষেত্রের কাছাকাছি (২ কিমি ) জায়গার মধ্যে থাকতে হবে।