You are currently viewing কেস ওয়ার্কার (Case Worker)

কেস ওয়ার্কার (Case Worker)

পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশান নেটওয়ার্ক (প্রান), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ-র অর্থায়নে ও একশনএইড বাংলাদেশের সহায়তায় বাস্তবায়নাধীন ‘দুর্যোগকালীন লিঙ্গভিত্তিক সহিংসতায় মানবিক সাড়া’ প্রকল্পের আওতায় নিন্মলিখিত পদের জন্য উপযুক্ত প্রার্থী খুঁজছে:

পদের নাম      : কেস ওয়ার্কার (Case Worker)
কর্মক্ষেত্র         : হাতিয়া উপজেলা, নোয়াখালী
পদ সংখ্যা        : ১ জন (শুধু নারী প্রার্থীরাই আবেদন করতে পারবেন)
বেতন              : মাসিক বেতন ১৬,০০০/= টাকা

কাজের সংক্ষিপ্ত বিবরণ : কেস ওয়ার্কার কমিউনিটিতে ঝুঁকিতে আছে এমন নারীদের পৃথকভাবে গৃহভিত্তিক সহায়তা প্রদান করবেন। তার নৈমত্তিক কাজ হবে কমিউনিটিতে গৃহভিত্তিক পরিদর্শন করা , রিপোর্টিং করা এবং তাদের চাহিদাসমূহ তূলে ধরা। এই পদে কাজ করতে হলে অবশ্যই সহানুভুতিশীল হতে হবে এবং একই সাথে ভাল শ্রোতা হতে হবে। কেস ওয়ার্কার পৃথক কাউন্সেলিং , ফলোআপ সাপোর্ট এবং রেফারেল পাথওয়ে সম্পর্কিত পরিসেবা সম্পর্কিত তথ্যগুলো  প্রচারের মাধ্যমে জিবিভি সারভাইভারকে মনস্তাত্বিক এবং প্রাথমিক কেস ব্যবস্থাপনা সেবা ও সহায়তা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত থাকবেন। কেস ওয়ার্কারকে জিবিভি কেস ব্যবস্থাপনা, পিএসএস, পিএফ এ এবং রেফালের আন্তার্জাতিক মান মেনে চলতে হবে।  কেস সমন্বয়কারীর সহায়তায় কেস ওয়ার্কার যৌনএবং প্রজনন স্বাস্থ্য (এসআরএইচ) এবং জিবিভি মডেলকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করবেন।

কেস ওয়ার্কারের প্রধান দায়িত্ব এবং কর্তব্য :

১. পরিকল্লপনা অনুযায়ী প্রকল্পের কার্যক্রমের বিকাশ ও বাস্তবায়ন করা
২. সকল জিবিভি কেসসমূহের দৈনিক ব্যবস্থাপনা  এবং ফলোআপ করা
৩. পরিষেবা সরবরাহকারী সকল প্রতিষ্ঠানের সাথে এবং অন্যান্য পরিষেবা সরবরাহকারীদের ( মানসিক স্বাস্থ্য, এসআরএইচ, আশ্রয়, এসএফআই, আইনী সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান ) রেফারেলের জন্য  প্রাত্যাহিক যোগাযোগ রাখা
৪. সারভাইভারদের সাথে কাজ করার সময়  সারভাইভাল কেন্দ্রিক পদ্ধতির গাইডিং নীতিমালা সমূহ বজায় রাখা এবং নীতিগুলো প্রয়োগ হচ্ছে সে বিষটি নিশ্চিত করা
৫. জিবিভি ডাটা ফাইল তৈরি , হালনাগাদ এবং সংরক্ষণ করা
৬. সারভাইভাল নারী এবং কিশোরীদের সনাক্ত করা এবং ডকুমেন্টেশন নিশ্চিত করা
৭. সহিংসতার শিকার নারী  ও কিশোরীদের সরাসরি সহায়তা করা এবং এ সম্পর্কিত একশন প্ল্যান তৈরি , বাস্তবায়ন , ফলোআপ, কেস সমাপনি প্রক্রিয়া এবং কেস ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত আইএসসি নির্দেশিকার সাথে সামাঞ্জস্য রেখে কাজ কার
৮. কার্যক্রম বাস্তবায়নের সময় যেন ‘ডু নো হার্ম’ মূলনীতি পালন  এবং সমর্থন করা হয় সে বিষয়ে নিশ্চিত করা
৯. কর্ম এলাকার অন্যন্য স্টেকহোল্ডারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা
১০. সূচকের দিকে লক্ষ্য পরিবীক্ষণ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে সহায়তা করা

প্রার্থীর নূন্যতম যোগ্যতা :

ক. সামাজিক বিজ্ঞান বা সম্পর্কিত ক্ষেত্রে স্নাতক ডিগ্রি/এলএলবি;
খ. প্রান্তিক জনগোষ্ঠী, সমাজসেবার অভিজ্ঞতা, এবং / অথবা অ্যাডভোকেসি প্রোগ্রামগুলির সাথে কাজ করার ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
গ. লিঙ্গভিত্তিক সহিংসতায় সুরক্ষা প্রদানে অভিজ্ঞতা;
ঘ. বেসরকারী সংস্থা বা স্থানীয় সরকার কর্তৃপক্ষের সাথে কাজ করার অভিজ্ঞতা
ঙ. ভাল যোগাযোগের দক্ষতা এবং প্রশিক্ষণ পরিচালনার ক্ষমতা
চ. কম্পিউটার ও ট্যাব পরিচালানোর দক্ষতা
ছ. সাংগঠনিক এবং পরিচালনার দক্ষতা

কাজের শর্তাবলী:

কেস ওয়ার্কারকে কর্ম এলাকায় নারী বান্ধব সেবাকেন্দ্রের নিকট ( ২ কিমি এর ভেতর) অবস্থান করতে হবে এবং নূন্যতম ৮০% সময় মাঠ পর্যায়ে কাজ করতে হবে।